খড়গপুর ১: iPac এর দফতরে ED হানার প্রতিবাদে খড়্গপুরে বিক্ষোভ যুব তৃণমূলের
কলকাতার সল্টলেকে ipac এর অফিসে হানা দেয় ইডি। রাজ্যজুড়ে প্রতিবাদ জানানো হয় তৃণমূলের তরফে। খড়গপুরেও এদিন জানানো হয় প্রতিবাদ। খড়গপুর শহরে আজ সন্ধ্যা প্রায় আটটা নাগাদ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় তৃণমূলের তরফে। খড়গপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় স্টেশনের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ দেখানো হয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে।