রানিগঞ্জ: পাঁচদিন ধরে নিখোঁজ নয় বছরের অয়ান, পুলিশের তদন্তে ক্ষুব্ধ পরিবার, রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ার
পাঁচদিন ধরে নিখোঁজ নয় বছরের অয়ান, পুলিশের তদন্তে ক্ষুব্ধ পরিবার। গত ২৬ তারিখ থেকে নিখোঁজ আসানসোল পৌরনিগমের ৩৫ নং ওয়ার্ডের সাহিদ নগরের মহঃ কায়েমের ৯ বছরের ছেলে অয়ান সাহ রাণীগঞ্জ থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে ক্ষুব্ধ অয়ানের পরিবার। অয়ানের বাবা মহঃ কায়াম জানান তার ছেলে ২৬ তারিখ দুপুর বারোটার সময় ঘর থেকে বার হয় তারপর থেকে কোন খোঁজ নেই রাণীগঞ্জ থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না তাদের মিথ্যা আশ্বাসন দিচ্ছে ।