খোয়াই: বড়খের এলাকায় গাজা বাগান ধ্বংস করল বাইজাল বাড়ি থানার পুলিশ
Khowai, Khowai | Oct 30, 2025 বাইজাল বাড়ি এলাকার গোপন সংবাদের ভিত্তিতে গাজা বাগান ধ্বংস করল বাইজাল বাড়ি থানার পুলিশ গোপন সংবাদ এর খবর আসে বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরার কাছে। সেই মোতাবেক তিনি ঘটনাটি খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিককে জানান। পরবর্তীতে সেই মোতাবেক বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেই বাগানে হানা দেয় পুলিশ। দুটি প্লটে ৬০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়। উল্লেখ থাকে একের পর এক গাঁজা বিরোধী অভিযানে সাফল্য আসছে বাইজাল বাড়ি থানা হওয়ার পর বিশেষ করে ওসি ।