বরাবাজার: BJP র পরিবর্তন সভার পাল্টা সভা তৃণমূলের বাগালবাঁধ গ্রামে
ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সভার পাল্টা সভা তৃণমূলের, বুধবার বিকেলে বরাবাজার ব্লকের বাগালবাঁধ গ্রামে বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আয়োজিত হল এই পাল্টা সভা। এ'দিন তৃণমূলের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপির বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গের কথা তুলে ধরেন মানুষের কাছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনমুখী প্রকল্প আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে সে কথাও তুলে ধরেন উপস্থিত বক্তারা।