জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর (PHE)-এর কর্মীদের বকেয়া বেতন ও সম কাজে সম বেতনের দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলা INTTUC-এর উদ্যোগে কর্ণজোড়ায় PHE দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। বিভিন্ন ব্লকের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাঁরা প্রাপ্য বেতন, এরিয়ার টাকা ও ন্যায্য মজুরি পাচ্ছেন না। জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানী বলেন, সম কাজে সম বেতন কর্মীদের সাংবিধানিক অধিকার এবং প্রশাসনকে দ্রুত বকেয়া মেটাতে হবে