আলিপুরদুয়ার ১: চিলাপাতায় পর্যটকদের জঙ্গল সাফারির গাড়ি আটকে দাড়ালো বিশাল বড় জংলী হাতি,জঙ্গলের মাঝে রোমাঞ্চকর দৃশ্য দেখুন
দুর্গাপুজোর আলিপুরদুয়ার জেলার পর্যটন কেন্দ্র গুলোয় ভালো ভিড় দেখা গিয়েছে।পর্যটন কেন্দ্র গুলোয় যেমন ভিড় ভিড় দেখা গেছে তেমনই আবার জঙ্গল সাফারিতেও ভিড় দেখা গেছে ভালো।এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা যায় জঙ্গল সাফারিতে গিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে অনেক পর্যটকের।এদিন আলিপুরদুয়ার -১ ব্লকের চিলাপাতা জঙ্গলের মাঝে সাফারির গাড়ি আটকে দাড়িয়ে পড়ে একটি বড় হাতি।ওই হাতি দেখে পর্যটকরা প্রথমে আতঙ্কিত হলেও পরে সেই দৃশ্য উপভোগ করেন।