গলসির ভোট রক্ষা শিবিরে মানুষের পাশে দাঁড়াতে সোমবার দুপুর ১টায় দেখা গেল গলসি ২ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শৈলেন হালদার। নির্বাচন কমিশনের এসআইআর এর শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের কাগজপত্র খতিয়ে দেখলেন তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূলের ব্লক সভাপতি শৈলেন হালদার জানিয়েছেন বাহিরাগত শক্তির সামনে বাংলা কোনদিন হার স্বীকার করিনি আর করবেও না জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর নামে বাংলার প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যে চক্রান্ত শুরু করেছে আমরা তা রুখে দেব