চাঁচল ১: চাঁচলে বৃহন্নলার হাতে পুজো মণ্ডপের উদ্বোধন, সংবর্ধিত কৃতী ও সমাজসেবীরা
বৃহন্নলার দের হাত দিয়ে পুজো মন্ডপের উদ্ধোধন হল চাঁচলে। শনিবার সন্ধ্যায় চাঁচল সদরের বিগ বাজেটের পুজো ইয়ুথ ক্লাবের মন্ডপ উদ্ধোধনে এই উদ্যোগ নজর কাড়ে।তাদের সংবর্ধিত করা হয় উদ্যোক্তাদের তরফে। উদ্ধোধন উপলক্ষ্যে এদিন শবদাহ স্বেচ্ছা কর্মী,চর্মকার ও ঢাকিদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। মূলত,এবছর ইয়ুথ ক্লাবের থিম রত্নগর্ভা। মাতাঙ্গীনি হাজরা,ঝাঁসির রাণী লক্ষ্ণী বাঈ সহ ভারতের বীরাঙ্গীনি দের ছবি