বালুরঘাট: চকবাজিদ এলাকায় ড্রেনে পরে মৃত্যু এক বৃদ্ধার নেমে এলো সুখের ছায়া
দক্ষিণ দিনাজপুরের চকবাজিদ এলাকায় মর্মান্তিক ঘটনা। শান্তি সরদার (৫০) নামের এক বৃদ্ধা ড্রেনে পড়ে প্রাণ হারালেন। রবিবার রাতে বাড়ি ফেরার সময় তিনি হঠাৎ ড্রেনে পড়ে যান। উঠতে না পেরে ড্রেনের জলে ডুবে তার মৃত্যু হয়। সোমবার দুপুর একটা নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত করা হয় বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনার তদন্তে নেমেছে পতিরাম থানার পুলিশ। হঠাৎ এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।