দুয়ারে গুলি পাড়ায় বোমা এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, মল্লারপুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বোলপুর লোকসভা BJP কনভেনার অর্জুন সাহা। প্রসঙ্গত সিউড়ি আব্দাপুর প্রাইমারি স্কুলের কাছে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে । পরে খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ এসে ওই বোম দুটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই বোমাগুলীকে ফেলে গেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।