ধর্মীয় অনুষ্ঠানে মাতলো বরাবাজার, সোমবার বিকেল তিনটা সময় শুরু হয় সংকীর্তন ও সহযোগে বর্ণাঢ্য নগর পরিক্রমা, বরাবাজার গার্লস হাই স্কুল সন্নিকটের মাঠে সন্ধ্যায় শুরু হয় ধর্মীয় আলোচনা, চলে রাত নটা পর্যন্ত। জানা যায়, বরাবাজার শহর ছাড়াও আশেপাশের গ্রামগুলো থেকেও প্রায় দু,হাজার ভক্তের সমাগম হয় এদিনের ধর্মীয় আলোচনায় অংশ নিতে।