ঠাকুরপুকুর-মহেশতলা: মদ্যপ অবস্থায় প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল খুন এক ব্যক্তি! গ্রেপ্তার দুই ভাই মহেশতলার মালিপাড়া এলাকার ঘটনা।
মদ্যপ অবস্থায় রাস্তায় কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে বচসা! সেই ঘটনার প্রেক্ষিতে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃত যুবকের নাম বরুণ মণ্ডল। খুনের অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে মহেশতলার গোপালপুর মালিপাড়ায় ওই ঘটনা ঘটেছে।