নরহারা জলাধার এলাকায় দীর্ঘদিন ধরে জীর্ণ কালভার্ট সংস্কারে এগিয়ে এলো স্থানীয়রা। ঝালদা শহরের বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নরহারা জলাধার। যার প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রায় দিন মানুষের কম বেশি ভিড় লক্ষ্য করা যায়। জলাধার এবং পাহাড়ী এলাকার গাছ গাছালি মিলে অপরূপ সৌন্দর্যের পরিবেশ তৈরি হয়ে উঠেছে। বিশেষ দিনগুলোতে বনভোজনের হিড়িক লেগে থাকে। সেই এলাকায় একটি কালভার্ট দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। অবশেষে কোন উপায় না দেখে স্থানীয় কিছু জন বাসি