বরাবাজার: থানা এলাকার ৩৮ টি দুর্গাপূজা কমিটির হাতে বরাবাজার থানা প্রাঙ্গণে তুলে দেওয়া হল অনুদানের চেক, উপস্থিত বিধায়ক
থানা এলাকার মোট ৩৮ টি দুর্গা পূজা কমিটির হাতে পূজার অনুদানের চেক তুলে দিলো বরাবাজার থানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে বরাবাজার থানা প্রাঙ্গনে, এদিন চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজিব লোচন সরেন, পুরুলিয়া জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল ও শিবানী মাহাতো, বরাবাজার থানা আধিকারিক পার্থসারথি চক্রবর্তী সহ এলাকার বিশিষ্টজনেরা।