বারাসাত ১: দীপাবলীর তৃতীয় দিনের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বারাসাতে
দীপাবলির তৃতীয় দিনে জমজমাট বারাসাত, মন্ডপে মন্ডপে ভিড় দীপাবলি শ্যামা পূজার জন্য বিখ্যাত উত্তর চব্বিশ পরগনা জেলার শহরে বারাসাত, প্রশাসনিক নির্দেশ অনুসারে 23 শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার দীপাবলি উৎসবের শেষ দিন মাতৃ প্রতিমা নিরঞ্জন এর কড়া নির্দেশ রয়েছে প্রশাসনের, তবে এই তৃতীয়তম দিনে বারাসাতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সেই একই ছবি উত্তর চব্বিশ পরগনা জ