কলকাতা: NHUM' র স্বাস্থ্য কর্মীরা কলকাতা পৌরসভায় ফিরহাদ হাকিমের কাছে ভাতা বৃদ্ধির দাবিতে সরব
বুধবার কলকাতা পুরসভার মেয়রের সঙ্গে দেখা করতে এলেন NHUM এর স্বাস্থ্য কর্মীরা। কলকাতা পুরসভায় আজ মেয়রের সঙ্গে দেখা করলেন তাদের ৪ জনের প্রতিনিধি দল। মূলত পুজোর সময় তাদের ভাতা বৃদ্ধির দাবি করেন স্বাস্থ্য কর্মীরা। মেয়র ফিরহাদ হাকিম তাদের সঙ্গে দেখা করার আশ্বাসও দেন। সেইমত তাদের সঙ্গে বৈঠক করেন মেয়র।