ভগবানগোলা ১: ভগবানগোলায় প্রোমোটার বাহিনীর দৌরাত্ম্য — তিন বিঘে কলার চাষ নষ্ট, দুই শ্রমিক গুরুতর জখম
ভগবানগোলা, বৃহস্পতিবার (৩০ অক্টোবর): ভগবানগোলা থানার চর বাবুপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্থানীয় এক প্রোমোটার বাহিনী জোর করে দখল নিতে যায় তিন বিঘে কৃষিজমি, যেখানে দীর্ঘ তিন দশক ধরে কলার চাষ করে আসছিলেন জমির মালিকরা। সেই জমিতে শ্যালো মেশিন চালিয়ে শেষ দেওয়ার নাম করে নষ্ট করে দেওয়া হয় জমির পেঁয়াজ ও কলা গাছ সহ সমস্ত ফসল। জমির মালিকদের অভিযোগ— ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদারের কাছে আগে থেকেই জমির সমস্ত নথি জমা দেওয়া ছিল।