পানিসাগর: নিয়মিত যানবাহন তল্লাশি অভিযান পাণিসাগর থানার পুলিশের উদ্যোগে পানিসাগর জাতীয় সড়কে
নিয়মিত যানবাহন তল্লাশি অভিযান পাণিসাগর থানার পুলিশের উদ্যোগে। সোমবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত জাতীয় সড়কে যানবাহন চেকিং-এ বসে। পাণিসাগর থানার অফিসার ও পুলিশ কর্মীরা নিয়মিত যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করেন। এই অভিযানটি জাতীয় সড়ক ০৮ (NH-08) এর নাকা পয়েন্টে অনুষ্ঠিত হয়।তল্লাশির মূল উদ্দেশ্য ছিল সন্দেহজনকভাবে চলাচলকারী অবৈধ পণ্য পরিবহনের ওপর নজরদারি করা এবং মোটর যানবাহন আইন মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করা।