অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের প্রাপ্য পুষ্টিকর খাবারে কারচুপির অভিযোগ উঠল খড়গ্রাম বিধানসভার বেলডাঙ্গায়।অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী শিশুদের নিয়মিত ও পর্যাপ্ত খাবার দিচ্ছেন না। বারবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে দাবি গ্রামবাসীদের। যদিও গ্রামবাসীদের চাপের মুখে অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী শ্যামলী দলুই ভুল স্বীকার করে নেন বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে বুধবার খড়গ্রামের বিধায়ক কি জানিয়েছেন শুনুন।