বাগনান ১: মেজ দিদি, শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে অপহরণ বোন উলুবেড়িয়া, বাইনান এলাকার ঘটনা
মেজ দিদির শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে অপহরণ হয় এক নাবালিকা। হাওড়ার বাগনান বাইনানের বাসিন্দা বছর ষোলোর ওই তরুণীকে দিদির বাড়ির সামনে থেকে তাকে চার থেকে পাঁচ জন মিলে টানা হিচরে অপহরণ করে এমনটাই অভিযোগ নাবালিকার বাবা-মায়ের। স্থানীয় বাগনান থানা এবং পেড়ো থানায় নিখোঁজ এর অভিযোগ করলেও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে মুখ খোলে পরিবার