হাইলাকান্দি: প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের পূর্ণাঙ্গ মুর্তি স্থাপন করার দাবি জানান AJYCP-র কার্য্যকর্তারা
প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হাইলাকান্দিতে প্রয়াত জুবিন গার্গের এক পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করার দাবি জানান অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের জেলা কার্য্যকর্তারা। আর এক মিনিট নীরবতা পালন করে প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করেন তারা।