বোলপুর-শ্রীনিকেতন: শান্তিনিকেতনের রাস্তায় কে এই অদ্ভুত টেপম্যান?এই রহস্যময় 'টেপ ম্যান'-কে ঘিরে কৌতূহল ছড়িয়েছে শান্তিনিকেতনে
আজ ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ রতনপল্লী ও শ্যামবাটির রাস্তায় দেখা যায় এক অদ্ভুত পোশাকে সজ্জিত এক ব্যক্তিকে। মুখ ও শরীরজুড়ে ছিল টেপ। চুপচাপ ঘুরে বেড়ান তিনি। স্থানীয়দের প্রশ্নের কোনও উত্তর না দিয়ে তিনি নিঃশব্দেই হেঁটে যান।এই রহস্যময় 'টেপ ম্যান'-কে ঘিরে কৌতূহল ছড়িয়েছে শান্তিনিকেতনে। অনেকে একে কলাভবনের ছাত্রের শিল্প-প্রদর্শন বলে মনে করছেন, তবে কলাভবন কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানাননি ।তাই এই অদ্ভুত টেপ ম্যানকে নিয়ে মানু