রায়না ১: খরিদ্দার এর মারে মৃত্যু হল চায়ের দোকান মালিকের রায়নায় , গ্রেপ্তার খরিদ্দার
গতকাল সন্ধ্যায় খালের পুল এলাকায় চায়ের দোকানে চা খাওয়ার সময় বাকবিতণ্ডা জেরে মারপিটের ঘটনা ঘটে খরিদ্দার এর সঙ্গে দোকানদারের। ঘটনাকে কেন্দ্র করে খালের ফুল এলাকা থেকে আহত অবস্থায় দোকান মালিক কে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হওয়ার পর মৃত্যু হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ওই ঘটনায় গ্রেপ্তার হল খরিদ্দার।