বলাগড়: বলাগরে বধূ নির্যাতনের মামলায় জামিনে এসে স্ত্রী কে খুন, গ্রেফতার স্বামী
হুগলির বলাগরে বধূ নির্যাতনের মামলায় জামিনে এসে স্ত্রী খুন, গ্রেফতার স্বামী। আজ শনিবার রাত নটা নাগাদ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় হুগলির বলাগর জিরাট হাটতলা এলাকায় বধূ নির্যাতনের মামলায় জামিনে বেরিয়ে এসে স্বামীর হাতেই খুন হলেন স্ত্রী। মৃতার নাম রানু মন্ডল (৫০)। স্বামী তথা অভিযুক্ত শ্রীকৃষ্ণ মন্ডল পেশায় কাঠমিস্ত্রি।পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রানু মন্ডল স্বামীর বিরুদ্ধে চুঁচুড়া আদালতে বধূ নির্যাতনের মামলা,,