মানিকচক: বাঁধ ভেঙ্গে ভাসছে ভূতনি, উত্তর চন্ডিপুরে প্রধান দপ্তর উপর দিয়ে প্রবল গতিতে জল ঢুকছে
ভূতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ বন্যায় প্লাবিত। বাঁধ ভেঙে জল ঢুকে গোটা এলাকা প্লাবিত করেছে। বর্তমানে উত্তর চন্ডিপুরের যে প্রধান রাস্তা তার উপর দিয়ে প্রবল গতিতে জল বইছে। যে রাস্তা দিয়ে মানুষ যানবাহন নিয়ে যাতায়াত করত সেই রাস্তার উপরেই চলছে নৌকা। যেদিকে চোখ যাই সর্বত্রই জল আর জল। চরম দুর্ভোগের মধ্যে লক্ষাধিক মানুষ দিন কাটাচ্ছে।বিপদের মধ্যে একের পর এক প্রাণ যাচ্ছে। সরকারি পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের। জলমগ্ন বহু বাড়ি।