তুফানগঞ্জ ১: নাবালিকা শ্রীলতা হানির চেষ্টার অভিযোগ, তুফানগঞ্জের একটি এলাকায় পোস্টার লাগাতে আসা শিলিগুড়ির যুবক ধৃত, আদালতে পেশ আজ
সোমবার ধৃত যুবককে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করে পুলিশ এবং বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রাহুল ঠাকুর। তার বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশ নগর এলাকায়। জানা গেছে ওই ব্যক্তি রবিবার তুফানগঞ্জ থানার অন্তর্গত একটি এলাকায় কোম্পানির পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় একটি দোকানে ওই নাবালিকা একাই ছিলেন। সুযোগ বুঝে সেই নাবালিকা শ্রীলতা হতে চেষ্টা করে বলে অভিযোগ।