রাজগঞ্জ: মালবাজার দমকল বিভাগের সামনে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক জনের আহত হয়েছে দুইজন
মালপুরসভার এক নং ওয়ার্ডের কাছে ১৭ নং জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১জনের , গুরুতর আহত হয়েছে ২জন। এঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সুত্রেই জানা মৃত ব্যক্তির নাম, পাপ্পু বর্মন( ২৫)বাড়ি দিনহাটায়।সে পাশেই একটি পেট্রোল পাম্পে সিকিউরিটির কাজ করত।জানা গিয়েছে পাপ্পু সহ আরো দুইজন দমকল বিভাগের দপ্তরের সামনে রাস্তার পাশে দাড়িয়ে গল্প করছিলেন। সেই সময় চালসা থেকে একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মেরে উলটে যায়।