বড়ঞা: প্রাচীন রীতি মেনে জীমূতবাহনের পুজোর মধ্য দিয়ে পাঁচথুপি সিংহবাহিনী মন্দিরে শুরু হল দূর্গা পূজা
জীমূতবাহনের পুজোর মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি সিংহবাহিনী মন্দিরে শুরু হল দুর্গা পূজার শুভ সূচনা। বোধনের আগের দিন রাত্রে জাঁকজমক ভাবে এই পুজোর আয়োজন করা হয়। সোমবার সকালে পরিবারের সদস্যরা জানিয়েছেন, পাঁচথুপি ঘোষ হাজরা পরিবারের সিংহবাহিনী মন্দিরের দুর্গা পূজা প্রায় ৫০০ বছর ধরে হয়ে আসছে। প্রতিবছরের মত এই বছরও প্রাচীন রীতি মেনে বোধনের আগের দিন রাত্রে জীমূতবাহনের পুজোর আয়োজন করা হয়।