ক্যানিং ১: বারুইপুর প্রেস ক্লাবের জেলার সেরা পুজোর শিরোপা পেল ক্যানিং রাজারলাট পাড়া সার্বজনীন
চীনের গ্র্যান্ড লিসবোয়ার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। ক্যানিং রাজারলাট পাড়া সার্বজনীন এবার জিতে নিয়েছে বারুইপুর প্রেস ক্লাবের সেরা পুজোর শিরোপা। সোমবার রাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়।