পুঞ্চা: দামোদরপুর শবরপাড়ায় এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Puncha, Purulia | Oct 16, 2025 অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুঞ্চা থানা এলাকায়। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ জানা যায়,নপাড়া অঞ্চলের দামোদরপুর শবর পাড়ায় প্রশান্ত শবর নামে ওই ব্যাক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ।পরবর্তীকালে পুঞ্চা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে।ওই ব্যাক্তির দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে থাকতেন।পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।