লাভপুর: মা ফুল্লরা আর্শীবাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে লাভপুরে দুস্থ দের বিশেষ উপহার
Labpur, Birbhum | Oct 25, 2025 লাভপুরের চৌহাট্টা গ্রামে শ্যামা পুজো ও দীপাবলী উপলক্ষে মা ফুল্লরা আশীর্বাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার বেশ কিছু গরিব ও দুস্থদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার সামগ্রী।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকার ভারতীর রাষ্ট্রীয় সম্পাদক বিবেকানন্দ পাত্র সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।সংগঠন টির পক্ষ থেকে আজ অর্থাৎ শনিবার সন্ধ্যায় জানা গেছে,উৎসব পেরিয়ে গেলেও এখনো সেই খেটে খাওয়া দুস্থদের মুখে হাসি ফোঁটে নি তাই তাদের মুখে হাসি ফোটাতেই শ্যামা পুজো উপহার।