খোয়াই: সিপিআইএম দলের উদ্যোগে খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট ২ দফা দাবি ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়
Khowai, Khowai | Sep 16, 2025 শারদীয় দূর্গা উৎসবের আগে ২০৮ ও 108 বি জাতীয় সড়কে সংস্কার করা। তাছাড়া খোয়াই পুর পরিষদ এলাকার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা ।সংস্কার করে পথ চলতে মানুষদের জন্য চলাচলের উপযোগী করে দেওয়া। ইত্যাদির দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।