খাতড়া: জীবন্ত ভূত দেখলে গায়ে কাঁটা দেবে, খাতড়া নাইন স্টারের তারাপীঠ মহাশ্মশান মণ্ডপে নেমেছে ভূত
Khatra, Bankura | Oct 22, 2025 কালীপুজো শেষ হলেও খাতড়া শহরে এখনো উৎসবের আবহ। বুধবার সন্ধ্যায় খাতড়া বাজারের এক পুজোমণ্ডপে দেখা গেল অভিনব দৃশ্য—গাছে ঝুলছে ভূত, ঘুরে বেড়াচ্ছে জীবন্ত ভূতরা। ভিড় উপচে পড়ে মণ্ডপে। খাতড়া নাইন স্টার ক্লাবের এ বছরের থিম ছিল ‘তারাপীঠ মহাশ্মশান’। থিম শিল্পী বাপি সূত্রধর জানান, বাস্তব আবহ আনতেই স্থানীয় যুবকেরা ভূতের সাজে অংশ নেন। পুজো উদ্যোক্তাদের মতে, এই অভিনব ভাবনায় কালীপুজোর আনন্দ যেন ফের ফিরে এসেছে শহরে।