সাঁতুড়ি: সাঁতুড়ির বালিতোড়া গ্রামে সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করলেন বিধায়ক বিবেকানন্দ বাউরি
পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের বালিতোড়া গ্রামে বিধায়ক তহবিলের আর্থিক সাহায্যে সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করলেন বিধায়ক বিবেকানন্দ বাউরি।সোমবার রাত্রে বিধায়ক বিবেকানন্দ বাউরি জানান, এই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অসুবিধার কথা জানতে পেরেই এদিন সাঁতুড়ির বালিতোড়া গ্রামে সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করা হয়।