নলহাটি ২: কাঁটাগড়িয়া মোড়ে বেসরকারি কলেজের পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়, ঘটনাস্থলে পুলিশ
কাঁটাগড়িয়া মোড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো একটি বেসরকারি কলেজের পড়ুয়া। মৃত পড়ুয়া প্রাচীত পাঞ্জা বাড়ি বালুরঘাট এলাকায়। কাটাগড়িয়া মোড়ের কাছেই একটি বেসরকারি কলেজে ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করতো সে বলে জানা যায়। কলেজ থেকে কিছুটা দূরে সে একটি বাড়িতে একা একটি ঘরে ভাড়া থাকতো। বন্ধুবান্ধবদের সঙ্গে সেরকম ভাবে সে মিসতো না। সব সময় ঘরের মধ্যেই থাকত সে।ঘর মালিক ও তার সহপাঠীরা ঘরে ধাক্কা দিতেই দেখে সে ফ্যানে দড়ি ঝুলিয়ে আত্মঘাতী হয়েছে।