কল্যাণী: কল্যাণীর তালতলা খেয়াঘাট এলাকায় মহিলা পরিচালিত পুজোমণ্ডপ পরিদর্শন করলেন বিধায়ক, নিজেই বাজালেন ঢাক
Kalyani, Nadia | Oct 1, 2025 কল্যাণীর তালতলা খেয়াঘাট এলাকায় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন করলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। মহিলা পরিচালিত তালতলা খেয়াঘাট দুর্গোৎসব কমিটির পুজো মন্ডপে বুধবার নবমীর রাতে প্রতিমা দর্শনের পর ঢাক বাজাতে দেখা গেল বিধায়ককে, মহিলা পরিচালিত এই পুজো কমিটির উদ্যোক্তারা খুশি বিধায়ক এর উপস্থিতিতে, পুজো কমিটির সদস্যদের সঙ্গে পুজোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক এবং তাদের আগামীতে এগিয়ে চলার উৎসাহ প্রদান করেন।