ঝালদা ২: ঝালদা ২ নং ব্লকের পৃথক তিনটি অঞ্চলে সাধারণ সভা হলো CPI(M) এর
আগামী দিনে একাধিক কর্মসূচিকে সামনে রেখে সিপিআইএমের কোটশিলা দক্ষিণ এরিয়া কমিটির পৃথক তিনটি এলাকাতে আজকে আয়োজিত হলো দলের সাধারণ সভা । আজকে বামনিয়া বেলাডি, হিরাপুর আদারডি এবং বেগুনকোদর অঞ্চলে এই সাধারণ সভাগুলি সম্পন্ন হয়।