রাজগঞ্জ: মন থার প্রভাবে বৃষ্টি এসে নাগরাকাটার হাট পন্ড হল, ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা
মন থার প্রভাবে শুক্রবার নাগরাকাটা হাট পন্ড হয়ে গেল। মাত্র গুটি কয়েকজন ব্যবসায়ীকে দেখা যায় কাচা মাল নিয়ে হাটে বসতে।দিনভর বৃষ্টি হচ্ছে।নাগরাকাটার যেসব জায়গায় হাট বসে সেই সমস্ত এলাকায় বৃষ্টির জল জমে গিয়েছে। এই হাটে ডুয়ার্সের মাল, ক্রান্তি, ধুপগুড়ি, ফালাকাটা, জয়েশ্বর, মৌলানি সহ বিভিন্ন এলাকার হাট ব্যাবসায়ীরা আসেন ব্যবসা করতে। এই হাটে প্রায় ২০০০টি দোকানপাট বসে। কিন্তু এদিন খুব কমসংখ্যক ব্যবসায়ীকে হাটে বসতে দেখা গিয়েছে।