গতকাল সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলাতেও বেশ কয়েকটি সেন্টারে পরীক্ষা চলছিল কলকাতা পুলিশের পরীক্ষা । পলিটেকনিকে পরীক্ষা চলাকালীন বিকাশ গরাই নামে এক যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পরীক্ষকেরা । ওই পরীক্ষার্থী বিকাশ গরাই এবং তার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে কথা বলার অপরাধে প্রফুল্ল গরায় ,মনোরঞ্জন গরায় নামে আরো দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।এদের বাড়ি কোটসিলা এলাকায়। ধৃতদের গ্রেপ্তার করে এদিন তিন জনকেই কোর্টএ পেশ করল পুলিশ।