তেহট্ট ২: উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে দুঃস্থদের জন্য বিনামূল্যে পুরনো জামাকাপড়ের হাট, সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ
পুরনো কাপড়ের হাট বসলো, আর সেই কাপড়ের হাট থেকে ই যে যার নিজের মতো জামাকাপড় তুলে নিল বিনামূল্যে, এমনই উদ্যোগ দিয়েছে পলাশীপাড়া থানার উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাব। উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের আটপৌড়ের এই হাটের আয়োজন হলো পলাশী পাড়ার বিভিন্ন এলাকায়। সাহেবনগর অ্যাথলেটিক ক্লাব অবশ্যই এই কাজে পাশে পেয়েছে কৃষ্ণনগরের ঘূর্ণির একটি সামাজিক প্রতিষ্ঠান আলিঙ্গনের। যারা এই পুরনো কাপড় সংগ্রহের সহযোগিতা করেছে। উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ।