ক্যানিং ১: প্রয়াত আইসি ক্যানিং সৌগত ঘোষের নামে পার্কের উদ্বোধন করলেন এস পি ক্যানিং থানায়
কর্কট রোগে আক্রান্ত হয়ে কর্মজীবনের মাঝেই মৃত্যু হয় আই সি ক্যানিং সৌগত ঘোষের। গত ফেব্রুয়ারি মাসে এই রোগ ধরা পড়ে। এরপর থেকে মুম্বই ও কলকাতায় চিকিৎসা চলছিল তাঁর। গত ৪ ঠা অক্টোবর নিজের কোন্নগরের বাসভবনে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে সহকর্মী থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবার বর্গ সকলেই শোকার্ত হয়ে পড়েন। মঙ্গলবার ৪ ঠা নভেম্বর এই সহকর্মীকে সম্মান জানাতে তাঁর নামে ক্যানিং থানার সামনে একটি পার্ক ‘সৌগত উদ্যানের’ উদ্বোধন করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ