কর্কট রোগে আক্রান্ত হয়ে কর্মজীবনের মাঝেই মৃত্যু হয় আই সি ক্যানিং সৌগত ঘোষের। গত ফেব্রুয়ারি মাসে এই রোগ ধরা পড়ে। এরপর থেকে মুম্বই ও কলকাতায় চিকিৎসা চলছিল তাঁর। গত ৪ ঠা অক্টোবর নিজের কোন্নগরের বাসভবনে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে সহকর্মী থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবার বর্গ সকলেই শোকার্ত হয়ে পড়েন। মঙ্গলবার ৪ ঠা নভেম্বর এই সহকর্মীকে সম্মান জানাতে তাঁর নামে ক্যানিং থানার সামনে একটি পার্ক ‘সৌগত উদ্যানের’ উদ্বোধন করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ