কুলতলী পঞ্চায়েত সমিতির মিটিং হলে একাধিক প্রশাসনিক আধিকারিক এর উপস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন সংলাপের ব্যবস্থাপনায় বাল্যবিবাহ শিশুশ্রম পাচার বিষয়ক সচেতনা সচেতনতা শিবির ও কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিডিও আইসি কুলতলী শিশু সুরক্ষার আধিকারিক সহ একাধিক জনপ্রতিনিধি ও আই সি ডি এস কর্মীরা। এ বিষয় নিয়ে কি জানালেন শুনুন।