বহরমপুর: RTO অফিসের সামনে বাইক ও লছিমনের সংঘর্ষে জখম এক শিশুসহ তিন জন, চিকিৎসার জন্য আনা হয় বহরমপুরMMC হাসপাতালে
বাইকে করে স্ত্রী ও বাচ্চাকে নিয়ে যাওয়ার পথে RTO অফিসের সামনে লছিমনের সঙ্গে সংঘর্ষে বাইক থেকে পড়ে জখম হন তিনজন, এরপর স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য