ক্যানিং ১: হেলমেট পড়ে এবং সঠিক নিয়ম মেনে বাইক চালানোর নির্দেশ দিলেন বিধায়ক, এস ডি পি ওরা
এদিন বাইকের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি ও পুলিশ কর্তারা সকলেই বাইকের বাইক চালানোর সময় সঠিক নিরাপত্তা মেনে যাতে সকলে বাইক চালান সেই সম্পর্কে বার্তা দেন। সোমবার সন্ধ্যায় ক্যানিং বাসস্ট্যান্ডে ইয়াহামার নতুন বাইক লঞ্চ হল। চল্লিশ বছর আগের বাজার কাঁপানো আর এক্স হান্ড্রেড মডেলের আপডেট ভারসান এক্সএসআর ১৫৫ বাজারে লঞ্চ করল তাঁরা। সেই অনুষ্ঠানেই সাব্ধানতার বার্তা দিলেন বিশিষ্ট ব্যক্তিরা।