তুফানগঞ্জ ১: দত্তপাড়া যুব সংঘ ও গ্রন্থাগারের ৫৮ তম বছরের দূর্গা পূজার উদ্বোধন হলো
শনিবার রাতে ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজেশতন্ত্রী। এছাড়াও ছিলেন সমাজসেবী আসার আলী, প্রদীপ বর্মন সহ অন্যান্যরা। অন্দরন ফুলবাড়ী দত্তপাড়া যুব সংঘ ও গ্রন্থাগারের এবারে 58 তম বছরের দুর্গা পূজা। মূল থিম শ্রীকৃষ্ণের দশ অবতার। মোট বাজেট ছয় লক্ষ টাকা।