কালচিনি: দলসিংপাড়াতে ধূমধামের সহিত পালিত হল ফুলপাতি শোভাযাত্রা
ফুলপাতি শোভাযাত্রা মধ্য দিয়ে নেপালি সম্প্রদায়ের আজ দূর্গা পুজোর সূচনা হল। নেপালি সম্প্রদায় বড় উৎসব ফুলপাতি শোভাযাত্রা দূর্গা পুজোর সপ্তমী দিন হয় এই ফুলপাতি শোভাযাত্রা। প্রতিবছর ন্যায় এ বছরও কালচিনি ব্লকের দলসিংপাড়াতে সোমবার ধূমধামের সহিত পালিত হল ফুলপাতি শোভাযাত্রা। এদিন দুপুর ১ টা নাগাদ দলসিংপাড়া নেপালি দূর্গা মণ্ডপ থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুরো দলসিংপাড়া পরিক্রমা করে।