খানাকুল ১: আড়াই মাস পর রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চললেও মিটল না সমস্যা
আড়াই মাস পর রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চললেও মিটল না সমস্যা।হাইট বারের জন্য আটকে কালিপুরেই দাঁড়িয়ে দূর পাল্লার উঁচু বাস।সমস্যাই বাস কর্মীরা।আরামবাগের রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের পর বাস মালিকদের আন্দোলন ও ধর্মঘটের চাপে রবিবার থেকে সেতুর উপর বাস চালাচলে ছাড় দিয়েছে প্রশাসন।দুই প্রান্তে লাগানো হাইট বারের জন্য সেতু উঠতে না পেরে কালিপুরেই দাঁড়িয়ে যাচ্ছে দূর পাল্লার উঁচু বাস।এমনকি টুরিস্ট বাসের ক্ষেত্রেও একই সকস্যা হচ্ছে।ফের প্রশাসনের দরস্থ হবে বাস অ্যাসোসিয়েশন।