বামনগোলা: বামনগোলা বিডিও অফিসে ডেপুটেশন DYFI ও ক্ষেতমজুর ইউনিয়নের
বামনগোলা বিডিও অফিসে ডেপুটেশন DYFI ও ক্ষেতমজুর ইউনিয়নের বামনগোলা, সোমবারঃ শিক্ষা ও কাজের দাবিতে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) বামনগোলা লোকাল কমিটি এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। সোমবার বিকেল তিনটে নাগাদ পাকুয়াহাট রবীন্দ্র মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বেরিয়ে এসে বামনগোলা বিডিও অফিসে পৌঁছায় এবং সেখানে সাত দফা ও তেরো দফা দাবি সম্বলিত ডেপুটেশন বিডিওর হাতে তুলে দেয় সংগঠনগুলি। মূল দাবিগুলির মধ্যে ছিল—