পান্ডুয়া: বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল পান্ডুয়ার বৈঁচি কোলোপুকুর এলাকায়
বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল পান্ডুয়ার বৈঁচি কোলোপুকুর এলাকায়। আজ মঙ্গলবার বৈকাল ৫ টা নাগাদ সূত্রের খবর এদিন পান্ডুয়ার বৈচির হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের কোলোপুকুর এলাকায় বেআইনিভাবে গাছ কাটার অভিযোগে সরব হলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের কলোপুকুর এলাকায় একটি পিএইচই পাম্প হাউস আছে। পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন ওই,,