সোমবার বেলা দুটো নাগাদ মাথাভাঙ্গা কলেজ মোড় এলাকা থেকে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাওয়ার অভিযোগে একটি বালি বোঝাই ট্রাক কে আটক করে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এদিন কলেজ মোড় এলাকায় পুলিশ নাকা চেকিং করছিল সেই সময় পুলিশ একটি বালি বোঝাই ট্রাককে আটক করে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে প্রাপ্তিকে আটক করা হয়েছে এবং ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।